পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি লিমিটেড (পিজিসিএল)

(পেট্রোবাংলার একটি কোম্পানি)
প্রধান কার্যালয়: নলকা, সিরাজগঞ্জ।

অনলাইনের মাধ্যমে নতুন সংযোগের নির্দেশিকা

১। ওয়েব সাইটের বাম পাশের প্যানেলে “নতুন সংযোগের জন্য আবেদন” অথবা নিচের Apply Now বাটনে ক্লিক করলে প্রয়োজনীয় প্রাথমিক তথ্য প্রদানের একটি পেইজ আসবে। এই পেইজে তথ্যগুলো সঠিকভাবে পুরণ করার পর পেইজের নিচে অবস্থিত Submit বাটনে ক্লিক করতে হবে। এর ফলে আবেদনকারী উল্লিখিত মোবাইল নম্বরে আবেদনের একটি ট্র্যাকিং নম্বর ও পিন নম্বর সম্বলিত একটি SMS যাবে এবং আবেদনকারীকে Confirmation করার জন্য অনুরোধ করা হবে। উলেখ্য যে, ট্র্যাকিং নম্বর ও পিন নম্বরের মাধ্যমে আবেদনকারী ইচ্ছা করলে Confirmation এর পূর্বে পূরণকৃত বিভিন্ন তথ্য পরিবর্তন ও পরিবর্ধন করতে পারবেন। কিন্তু Confirmation এর পর কোন তথ্য পরিবর্তন ও পরিবর্ধন করা যাবে না। Confirmation করার পর আবেদনকারীর স্ক্রিনে পূর্বে পূরণকৃত আবেদন পত্রটি আসবে এবং আবেদনকারীকে তা প্রিন্ট ও স্বাক্ষর করে পরবর্তীতে জমা দিতে হবে। তাছাড়া এই ট্র্যাকিং নম্বর ও পিন নম্বর এর মাধ্যমে আবেদনকারী পরবর্তীতে আবেদনের বর্তমান অবস্থা জানতে পারবেন।

২। Confirmation করার পর আবেদনকারীর নির্ধারিত মোবাইল নম্বরে নিম্নলিখিত ডকুমেন্টগুলোর সত্যায়িত কপি ডাকযোগে অথবা সরাসরি ৭ দিনের মধ্যে পাঠানোর জন্য SMS এর মাধ্যমে অনুরোধ করা হবে

  • পাসপোর্ট সাইজের ছবি;
  • ট্রেড লাইসেন্স;
  • টি.আই.এন সনদপত্র;
  • নিবন্ধনকৃত কোম্পানি হলে মেমোরেন্ডাম এ্যান্ড আর্টিকেলস অব এসোসিয়েশন এবং সার্টিফিকেট অব ইনকর্পোরেশন;
  • জমির মালিকানা দালিলিক প্রমান (দলিল,হোল্ডিং নং,পরচা,খাজনার রশিদ);
  • ভাড়াকৃত স্থানে স্থাপিত হলে ভাড়ার চুক্তিপত্র (যাতে সংযোগ সম্পর্কিত এবং বিল প্রদান সম্পর্কিত বিষয়ক উল্লেখ থাকবে);
  • ফ্যাক্টরীর লে-আউট প্লান;
  • প্রস্তাবিত পাইপ লাইনের নক্সা;
  • স্থাপিতব্য গ্যাস সরঞ্জামাদির কারিগরি ক্যাটালগ;
  • পরিবেশগত ছাড়পত্র;
  • ঠিকাদার নিয়োগ পত্র এবং
  • রাস্তা কাটার অনুমতি পত্র।